৩নং মির্জাপুর ইউনিয়ন হাটহাজারী উপজেলার মধ্যে অন্যতম বড় ইউনিয়ন। মির্জা একটি ফার্সী শব্দ।মির্জা হল আমীর জাদাহ-এর উপাধি,যার অর্থ আমীর-এর সন্তান।ফার্সীতে রাজপুরুষদেরকে আমীর এবং বিশিষ্ট অভিজাত পরিবারের সন্তানকে মীরজাদা বা মির্জা বলা হয়। হাটাহাজারী উপজেলার মির্জাপুর,মির্জা আমীর আলীর প্রতিষ্ঠা করেন। মির্জাপুর,মির্জা বংশের স্মৃতি বহন করে।১৯৭৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো-এর মতে হাসিমনগর,মির্জাপুর এবং চারিয়া মৌজা নিয়ে মির্জাপুর ইউনিয়ন গঠিত । ১৯৮৯ সনের পরিসংখ্যান ব্যুরো মোতাবেক এবং বর্তমানে আন্দরঘোনা,চারিয়া,ছনখোলা,হাসিম নগর,জঙ্গল চারিয়া,জঙ্গল উত্তর পাহাড়তলী,মির্জাপুর এবং উত্তর পাহাড়তলী মৌজা নিয়ে মির্জাপুর ইউনিয়ন গঠিত। এই ইউনিয়নের সর্বমোট লোক সংখ্যা:৩৬,৭১৬ জন।পুরুষ: ১৮৫৩১ জন এবং মহিলা:১৮১৮৫ জন। ইউনিয়নের মোট আয়তন:২৬.১২ বর্গ কিলোমিটার।পাহাড় ও ভূমি:১০২৫.১১ হেক্টর। লোকসংখ্যার ঘনত্ব প্রতিকিলোমিটার:১৪০৬ জন।শিক্ষার হার:৪০%।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও উদ্যোক্তাগণ